Post Bottom Ad

Untitled-1.png

সাম্প্রতিক লেখা

মানুষ



অবাধ মৌনতা মানে চুপ করে থাকা নয়,
প্রকাশ্য সব প্রতিবাদ মানে বিদ্রোহ নয়।
যা কিছু দেখা যায় তার সবটুকু দৃশ্যমান নয়,
যা কিছু দেখিনি তার সবটুকু অদেখা নয়।
চোখ বুঝলে অদেখা দৃশ্যের দৃশ্যায়ন হয়।

মানুষ আসলে নাম সর্বস্ব মাত্র,
প্রকৃত সে জলজ জৈব বিশেষ
রক্ত মাংসের খোলস আবৃত,
আকৃতিগত নাম মানুষ।

আসলে সব জীবই জলজ জৈব।

আকৃতিগত কারনে, কেউ পশু, কেউ উদ্ভিদ
এদের আর মানুষের পার্থক্য একটাই,
" মানুষ চীন্তা করতে পারে, কল্পনা করতে পারে"।

(সৈতৌউ)

কোন মন্তব্য নেই:

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

stullah