Post Bottom Ad

Untitled-1.png

সাম্প্রতিক লেখা

কবিতার ভাষা কিংবা নিরাসক্ততার কাব্যফর্মে র বোঝাপড়া



 

কবিতার ভাষা কিংবা নিরাসক্ততার কাব্যফর্মে র বোঝাপড়া



কবিতাকে  কোন ফর্মে লিখতে চাচ্ছি সেটা বড় কথা নয় কবি যে ভাবে চান সেভাবে কি কবিতাটি কবির নিজস্ব  অনুভবের শিহরণে, ভাবাবেগকে, শব্দের দ্যোতনায়, অবাধেশৈল্পিকবিচরন, বিমোচনপ্রয়োগে প্রকাশ করতে পারছেন কিনা সেটাই বড় কথা কবিতা হচ্ছে কি হচ্ছেনা সেটা বিচার এর দায় কবির নয়আমি বিশ্বাস করি পাঠকই কবিতা পড়ে কবিতা কোন ফর্মে র সেটা আবিস্কার করেন

কবিতাকে কতোটা ন্যারেটিভ ফর্মে করা যায়, না কবিতাকে কোলাজ ফর্মে  করবো, না  কবিতাকে স্যুরিয়ালিস্টিক ফর্মে নিয়ে যাবো, না কবিতাকে ম্যাজিক রিয়ালিজম ফর্মে  যাবো? কোন কবিই কি কোন কবিতা শুরুর আগে কোন ফর্মে কবিতাটি লিখবেন, সেটা কি ঠিক করে নিয়ে লেখেন?এছাড়া দ্বন্দীকতা, বাস্তবতা, পরবাস্তবতা, ইচ্ছা, নষ্টালজি,স্বপ্ন আর সম্ভাবনা, আধ্যাত্মিকতা,  নিরাসক্ততা সহ বহু রকমের কাব্যফর্মে  অনেকেই লেখেন যারা লেখেন তাদের কবিতাকে আমি যান্ত্রিক-কৃত্রিম কবিতা বলবো

এছাড়া গদ্য আর গীতিধর্মএই দুই বিপরীতেরসমন্বয় সাধিত হয়েছে তিনউপাদানের চৌকস মেলবন্ধনে,

এক.মুক্তক অক্ষরবৃত্তের অসমপার্বিক আবর্তন, পর্ববিন্যাসের স্বাধীনতার কল্যাণে যা প্রায় গদ্যেরমতো বেপরোয়া হয়ে উঠতে পারে;
দুই.অন্তমিল আর মধ্যমিলের কারুকাজএবং
তিন.মিষ্টি চলতি শব্দের অনায়াসসংস্থান যদিওসামগ্রিক গীতিধর্ম কমে গদ্যের বিবৃতিধর্মক্রমেই বেড়েছেতাই বলে কি কবিতা হচ্ছে না

কবিতা হচ্ছে শব্দশিল্প এর সেই মাধ্যম যা কবির হাত দিয়ে কোন পরিকল্পনা ছাড়াই তৈরি হয়ে যায় কোন পরিকল্পনা ছাড়াই কবিতা হচ্ছে উচ্চক্বীত আহ্বানতাই কবিতা কোনগন্ডিমানেনাআর কবিতার উচ্চক্বীত আহ্বানের গভীরে আছে একঅচিন-হয়ে-আসাভাষা পুনর্নির্মাণবুর্জোয়া নন্দনতত্ত্বের যে কোনো মাপকাঠিতেএটা এক রকমের ত্বুরীয় এনতেজামকখনো কবি নিজে কোনো অর্থেই তার  কবিতার অংশ  হননা অর্থাৎ, কবির বলার কথাগুলো তাঁর নিজের কথানয়, এমনকিও তাঁর শ্রেণিরওনয় কিন্তুদুটোরই সার্বিক সিদ্ধান্ত কবির কবিতাটিতে আছেকবিতাবদলেযেতেইপারে কবিতারতোকোথাওকোন বাঁধানেই

কবিতা লিখতে গিয়ে কবিতায় জীবন দর্শনের যেপ্রধানতিনটিদিক এর মুখোমুখি দাঁড় করাতে চাই;-
এক. বেঁচে থাকার আনন্দ বা বেঁচেথাকার অনিচ্ছা
দুই. পার্থিব জগতের সীমাবদ্ধ তুচ্ছতার প্রতিসকরুণ ভালোবাসা  বা করুণা এবং
তিন. সেই সঙ্গে অব্যক্ত বিরাটেরপ্রতি অনুরাগ বা ব্যাক্ততার প্রতি আসক্তি 

আমার কবিতার জীবন দৃষ্টিময়তায় সমৃদ্ধির চিহ্ন, কবিতার ভাব-ভাষা নিয়ে নীরিক্ষা -প্রক্রিয়ায় কবিতায় কিভাবে সেটাকে উম্মোচিত করে এর বেপরোয়া পরিণাম কি হবে হয়তো সেটাই আমার কবিতা জীবনেরসৌন্দর্য, স্বপ্ন আর সম্ভাবনা, নীরিক্ষা -প্রক্রিয়ারগতিপ্রকৃতিনিজের বৈশিষ্টতা অক্ষুণ্ন রেখেই সংশ্লিষ্ট দশজনেরকথা কবিতায়বলতে চাই যেন  কথাগুলো নিজেরই কথাএকইভাবে নিজের কথা কবিতায় বলতে চাই যেন  পুরো সমাজের কথা কবিতায় বলছিএইসব বোঝাপড়ার কাজ ভবিষ্যতের জন্যরাখা থাকবে, যেমন আমরাসকলেই জানি

কবিতার কি কোনো ধারা আছে?
সব ধারার সমন্বয় করে কি কবিতা লেখা  যায়না?

কোন মন্তব্য নেই:

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

stullah