তারাদের মত খসে যাবার আগে
প্রতিশোধ নিচ্ছে শব্দরা আমাদের উপর।
জীবনের জন্য ছোট ছোট চাওয়া পাওয়ার জন্য,
যারা সংগ্রাম করেছে, বিশ্বাসঘাতক কী বললো তার পরোয়া করে না। শুধুই রক্তের দাগ যতদূর যাওয়া যাক, জাগ্রত দীপ্তিমান জনতার প্রতিবাদ
এগিয়ে চলেছে নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে
তারা দেখতে পাচ্ছে মৃত্যুর শ্রেণীকক্ষগুলো কেবল।
আমাদের মাথা গুঁড়ো করে দেয় বিচারপতির হাতুড়ি,
দেশের মানুষ বিচারহীনতার রক্ত শুকানোর আগে
ছাত্র সমাজ লড়াই করছে রাস্তায় আর বিশ্ববিদ্যালয়ে।
ক্ষতবিক্ষত হয়ে আতংকের আর্তনাদে পড়ে আছে
হারাবার কিছুই বাকি নেই, আর আমাদের নাড়িভুঁড়ি গিলে ফেলবে শাষকের পোষা হায়নাগুলো, নিজেদের দুর্দশা তোমাদের আত্মাকে খাবলে খাবে একদিন নিজেদের লজ্জার ভেতর। তবু প্রিয় স্বদেশ থেকে আমাদের বিচ্ছিন্ন কোরো না! ভিন্নমতের জন্য হত্যা করো না। সেদিন খুব বেশী দূরে নয়, আমরা চুপ হয়ে শুনবো স্বৈরাচারীর পলায়নরত পায়ের শব্দ।
বঙ্গবন্ধুর উত্তর পুরুষেরা শ্লোগান মুখর কন্ঠে
উচ্চক্বিত অহ্বান করে ঘোষনা করবে,
মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম!
সৈতৌউ
১২/১০/১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন