উৎসর্গ: কবি ও সম্পাদক কামরুল হুদা পথিক।
আমি বহ্নি নই তবুও
হাত বাড়িও না পুঁড়ে যাবে
ছুঁয়ো না নষ্ট হয়ে যাবে
খুঁজো না নিজেই হারিয়ে যাবে।
জ্যাপ্টে ধরো না
তোমার পাঁজর ভেঙে যাবে
ফিরে দেখো না
ডেকো না ফিরে
চৌচির হয়ে যাবে।
স্বপ্ন দেখো না
দুঃস্বপ্ন হয়ে যাবে।
আমি অচ্ছুত
আমি নিষিদ্ধ
আমি জলাবদ্ধ
আমি অনাহূত
আদর করো না
অনাদরে খেই হারাবে।
সৈতৌউ
১৭/১০/১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন