Post Bottom Ad

Untitled-1.png

সাম্প্রতিক লেখা

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

# মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

বাঙালীর গর্বের দিন ৭ই মার্চ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে আমরা হানাদার হঠিয়ে আজকের এই স্বাদ্ধীনতা অর্জন করছি। এই দিন উপলক্ষে কমোলমতি শিশুদের বঙ্গবন্ধুর মতো আপাদমস্তক সেজে, পোশাক পরে এইদিনে খুলনায় বিশ হাজার শিশু একযোগে ভাষন দেবে, তারপর সারাদেশব্যপী একই ভাবে চলবে।





#কিন্তু যাতনা অন্যখানে।

সব শিশুর পরিবারের আর্থিক সামর্থ সমান নয়। বঙ্গবন্ধুর পোশাক বাণিজ্যে আর শিশুদের পোশাক ক্রয়ের বাধ্যতার সুযোগ নিয়ে কিছু ব্যাবসায়ীদের বাণিজ্যিক মনোপলি এসকল শিশুদের পরিবারের নাভিশ্বাস উঠছে। এটা একধরনের জুলম।

আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে অন্তর থেকে শ্রদ্ধা করি। আমরা চাই শিশুরা সেই চেতনা নিয়ে বড় হোক।

শ্রদ্ধার জন্য পোশাকের প্রয়োজন হয় না। 
প্রয়োজন পারিবারিক শিক্ষার। 

তাই এই পোশাকি বাধ্যবাধকতা বন্ধ করুন। যদি পোশাক পরাতেই চান তবে শিশুদের রাষ্ট্রিয় ভাবে মুজিবকোর্ট উপহার দিন। তাহলে শিশুদের পরিবারের উপর অর্থিক চাপ কমবে। 
ওরাও খুশি হবে।

আমাদের জাতীয় চেতনায় বঙ্গবন্ধু প্রত্যেক শিশুর অন্তরে আলোকিত হোক।

readmore: 
https://stullah.blogspot.com/m=1

কোন মন্তব্য নেই:

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

stullah