Post Bottom Ad

Untitled-1.png

সাম্প্রতিক লেখা

রুপকথা



পাহাড়ি নদীর ঢালে মানতের তাবিজ বুকে
আকাশপানে অপলক চেয়েছিল এক যুবক
মেঘেরদল লাজুক ষোড়শী হয়ে ছুয়ে দিয়ে
লজ্জায় রঙধনু রাঙালো পুরো আকাশটা নিয়ে।

আলোর আলিঙ্গন জ্যাপ্টে বাতাসের-
মেঘের ফিসফাসে সাড়া দেয় সে, লোভাতুর দু-চোখ জোড়া রঙিন স্বপ্নের ঘোরে চিৎকার দিয়ে বলে ওঠে ভালোবাসি, ভালোবাসি নিজের সবটুকু দিয়ে।

যুবকটি ছুড়ে দিল সকল পোশাক,
মানতের তাবিজ খুলে পাহাড়ি নদীর ঢাল হতে
বেশী ভালবাসতে গিয়ে মেঘের আহ্বনে
সাড়া দিয়ে ঝাপ দিল জলে।

এখনও মেঘেদের ফিসফাসে পাহাড়ি উপত্যকায়
যুবকটি এখন ঘাঁসফুল হয়ে প্রতিক্ষায়
প্রতিদিন মেঘেরদল তাকে ছুঁয়ে যায়।

সেইদিনের সেই চীৎকার
বাতাসেরা সুর দিলো তালেতালে।
আজও তাই সেই সুর বাজে পাহাড়ি নদীর জলে।

সৈতৌউ
২৭/১০/১৯

কোন মন্তব্য নেই:

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

stullah